বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি মাদক বিরোধী ৱ্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা ইন্জিনিয়ার আহমেদ রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম, ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহিন প্রমুখ। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে 'ডিটিসি' মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শহরের বিভিন্ন জায়গায় লিফলেট স্টিকার বিতরন, অভিভাবক ও মাদকাসক্তদের আউটডোর কাউন্সেলিং সেবা প্রদান, ক্যারাম, লুডু ও দাবা খেলার আয়োজন করা হয় এবং পুরাতন রুগী ও অভিবাবকদের আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ তারা এই আলোচনা সভা অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।