পরিচালকের কিছু কথা

পরিচালকের কিছু কথা

বিশ্বব্যাপী আজ মাদক একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। আমাদের দেশ ও মাদকের নীল ছোবল থেকে মুক্ত নয়। একজন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারের জন্য যন্ত্রণা, দুঃশ্চিন্তা ও ধবংসের কারণ। কখনো সারা জীবনের কান্নার কারণ হয়েও দাঁড়ায়। মাদকাসক্ত ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না কারণ তখন সে মাদক ছাড়া আর কিছুই বোঝে না। তার সমস্ত ধ্যান-ধারণা,চিন্তা-চেতনা ঘিরে থাকে শুধু মাদক সংগ্রহ এবং গ্রহণ করার উপায়। নিজের পৃথিবীটাকে সে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে ফেলে। সে সময় তার কোন হিতাহিত জ্ঞান কাজ করে না। সে তখন নির্দ্বিধায় এমন কাজ করতে পারে যা পরিবার,সমাজ এবং রাষ্ট্রের জন্য হুমকি স্বরুপ। তাই একজন মাদকাসক্ত ব্যক্তিকে অবহেলা নয়, দ্রুত চিকিৎসার আওতায় এনে সুস্থ করে তুলতে হবে। আমাদের পরিবারের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই মিলে মাদকাসক্ত ব্যক্তির পাশে দাড়াই। সমাজ ও দেশের বৃহত্তর স্বার্থে। মাদকাসক্তদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে ডি টি সি পরিবার নির্লসভাবে কাজ করে যাচ্ছে। আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর মাদক মুক্ত বাংলাদেশ গড়ি। মাদক পরিহার করি, সবাই মাদককে "না" বলুন।





  • কামরুজ্জামান শাহীন

    প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক

    ডি টি সি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র