ব্লগের বিস্তারিত

কুমিল্লার বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করলেন "সংযোগ"

কুমিল্লার বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করলেন

কুমিল্লার বুড়িচং উপজেলার বানভাসিদের মাঝে রান্না করা খাবার ও  ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্রের নেটওয়ার্ক "সংযোগ"। 

সোমবার (২ সেপ্টেম্বর) বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় ৫ শতাধিক বানভাসির মাঝে রান্না করা খাবার ও ২ শতাধিক বানভাসির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্রের নেটওয়ার্ক "সংযোগ"।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি, পানি ২ লিটার ও ওরস্যালাইন ১ প্যাকেট।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগ এর
সভাপতি ইকবাল মাসুদ, সিনিয়র সহ সভাপতি মো: সাহবুদ্দিন চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক মো: শ্যামল জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান শাহীন, কার্যনির্বাহী সদস্য মো: শামিম খান, মো: রাসিদুজ্জামান রনি, মো:মাসুম আহমেদ উপদেষ্টা মন্ডলির সদস্য শফিকুর রহমান খোকন প্রমুখ।