আমরা মাদকাসক্ত ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখেছি যে, একজন আসক্ত ব্যক্তির অন্যতম প্রধান ক্ষতি হয় তার মূল্যবোধে, যা চিকিৎসা পরবর্তী সময়ে তাকে পুনরায় সমস্যায় ফেলতে পারে। এটি এমন একটি সমস্যা যা দ্রুত কোন সমাধান নেই। কেবলমাত্র ব্যক্তির নিজস্ব চেতনা জাগ্রত করতে সক্ষম হলে এ সমস্যা সমাধানের পথ উন্মোচন হয়। আসক্তি কালীন ব্যক্তির চিন্তা চেতনা আচ্ছন্ন থাকে, ফলে যেকোনো বিষয়ে তার নৈতিকতার চরম অধঃপতন হয়। ভালো মন্দ বিচার করার ক্ষমতা দূরের কথা এমনকি সাধারণ জীবন-যাপনের মৌলিক বিষয়গুলো তার বোধশক্তির বাইরে চলে যায়। ক্রমাগত বিশৃংখল চলাফেরায় শেষ পর্যন্ত সে পরিবার ও সমাজ থেকে ছিটকে পড়ে। আমরা চিকিৎসা পদ্ধতিতে বিশেষভাবে যুক্ত করেছি ধর্মীয় মূল্যবোধের চর্চা। যা মাদকাসক্ত ব্যক্তির সকল সমস্যার মূলে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। এ লক্ষ্যে আমরা নিয়োগ করেছি প্রশিক্ষিত ধর্মীয় শিক্ষক এবং নিয়মিত নামাজের ব্যবস্থা, যা আসক্ত ব্যক্তির মূল্যবোধ জাগ্রত ও অনুপ্রাণিত করবে। আমরা কখনোই একজন ব্যক্তির স্বাধীন চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারি না। আমরা শুধুমাত্র একটি সহায়ক পরিবেশ তৈরি করে থাকি, যার মাধ্যমে আসক্ত ব্যক্তি নিজেকে প্রশান্ত করতে নিজেকে বুঝতে সচেষ্ট হয় এবং এভাবে ধীরে ধীরে তার মূল্যবোধকে সুগঠিত করে। আসক্তি একটি মানসিক রোগ যার ফলে উপসর্গ প্রকাশ পায় সম্পূর্ণ অসামাজিক কার্যকলাপের মাধ্যমে। ফলে রোগীর প্রকৃতি ও চিকিৎসা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। আসক্ত ব্যক্তিদের এ সমাজ শুধুই ধিক্কার জানায় দীর্ঘদিন ধরে "ডিটিসি"এর পক্ষ থেকে আমরা সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী ভবিষ্যতে আসক্তদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে।