মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে সোমবার ইফতারের পূর্ব মুহুর্তে খেটে খাওয়া রিকশা শ্রমিক, কুলি শ্রমিক, মটর শ্রমিক ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিসিক বাসস্ট্যান্ড থেকে শুরু করে মনিরামপুর বাজার, দ্বারিয়াপুর বাজারসহ তিনটি কেন্দ্রে ভ্রাম্যমানভাবে ভ্যানে করে সাজিয়ে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদাক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, ডিটিসি’র নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহিন, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ গোলাম হোসেন, সাংবাদিক সাগর বসাক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গণি চৌধুরী শুভ্র, সাংবাদিক ফারুক হাসান কাহার প্রমুখ। এসময় ছিন্নমূল অসহায় ও পথচারীরা ইফতার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।