১। গাজা জাতীয় দ্রব অধিক বিপদজনক কারন গাজায় কার্বন- মনোক্সাইড জাতীয় ক্ষতিকর পদার্থ থাকে যা অনন্য দ্রবের চেয়ে পাঁচ থেকে দশগুন বেশী থাকায় ফুসফুসে ও শ্বাসনালীতে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ২। গাজা জাতীয় দ্রব সেবনের কারনে দৃষ্টিভ্রম,নির্যাতিত বা বঞ্চিত হবার কল্পনা থেকে এরা হিংসাত্মক, আগ্রাসি সন্ত্রাসীর ভুমিকায় অবতীর্ণ হতে পারে। ৩। গাজা জাতীয় দ্রব সেবনের কারনে সাইকোসিস নামে একধরণের লক্ষন দেখা দেয় চোখ লাল হওয়া, ক্ষুদামন্দা বা বেশি পরিমাণে খাওয়া,নির্জিবতা,মাংসপেশি শুকিয়ে যাওয়া,হাত পা অনবরত কাপতে থাকা,পুরুষত্বহীনতা, মানসিক বিকারগ্রস্ত, সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হওয়া।