অধিকাংশ সময়ই বাবা-মা বুঝতে পারেন না তাদের সন্তান কিভাবে মাদক নির্ভর হয়ে যাচ্ছে। একেবারে শেষ পর্যায়ে যখন তীব্র শারীরিক লক্ষণ দেখা দেয় তখনই কেবল বুঝতে পারেন। আপনার সন্তান বা আপনার আপনজন মাদকাসক্ত কিনা তা কি করে বুঝবেন?
শারীরিক ও মানসিক পরিবর্তন
দ্রুত ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া
চোখ লাল হয়ে থাকলে এবং চোখের মনি স্বাভাবিক এর চেয়ে বড় বা ছোট দেখালে
পারিবারিক দ্বন্দ্ব,কলহ,অবিশ্বাস ও অশান্তি।
নাক দিয়ে প্রায়ই রক্ত পরলে
মুখে,পোশাকে বা শরীরে খারাপ গন্ধ পেলে
চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেলে,চামড়ায় কালচে দাগ পড়লে আচরনগত পরিবর্তন
যৌনক্রিয়ায় আনাগ্রহ এবং ক্ষমতা হ্রাস
ক্লাস বা অফিসে যেতে না চাওয়া/না যাওয়া
রাত জেগে থাকা,দিনে ঘুম
লম্বা সময় ধরে ঘুম
সহজেই উত্তেজিত হয়ে যাওয়া/অকারনে রেগে যাওয়া
বাসা থেকে মূল্যবান জিনিস সরিয়ে ফেলা/চুরি করা
ঘন ঘন টাকা চাওয়া/টাকার চাহিদা বেড়ে যাওয়া
অতিরিক্ত মিষ্টি খেতে শুরু করা
সহজে মারামারি করা/ঝগড়া করা
সবসময় শরীরে ও রুমে পারফিউম/এয়ার ফ্রেশনার/সুগন্ধি ব্যবহার করা
অকারনে সন্দেহ করা
পরিবারে আশান্তি সৃষ্টি এবং ভাংচুর করা
রাতে/ দিনে বাইরে বেশী সময় কাটানো
মোবাইল,গেমস,টিভি,ইন্টারনেট ইত্যাদির প্রতি আসক্তি বেড়ে যাওয়া/রাত জেগে ব্যবহার করা
মন খারাপ করে থাকা
সামাজিক অনুষ্ঠানে না যাওয়া/যেতে না চাওয়া এছাড়াও কোন ব্যক্তির মাথার চুল,হাত-পায়ের লোম,মুখের লালা,রক্ত,ইউরিন টেষ্টের মাধ্যমে মাদকাসক্তি নির্ণয় করা যায়।